বর্তমান যুগে স্মার্টফোনের ছড়াছড়ি। বিভিন্ন কোম্পানি প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ফোন নিয়ে আসছে। আর এসব মোবাইলের মাঝে কোনটা রেখে কোনটা কেনা উচিত তা সত্যিই বিভ্রান্তিকর। আপনাদের বিভ্রান্তি দূর করতে আজকে জানাবো মোবাইল কেনার পূর্বের ৫ টি টিপস।
বাজেট : মোবাইল কেনার আগে আপনাকে অবশ্যই বাজেটের উপর সবার আগে লক্ষ্য রাখতে হবে । আপনি যদি ভাল ব্রান্ড এর স্মার্টফোন কিনতে চান তবে আপনার বাজেট সেভাবেই করতে হবে। বাজারে ৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ্য টাকার স্মার্টফোন পাওয়া যায়। বাজেট ঠিক করে নিন সবার আগে।
প্রসেসর: প্রসেসরকে স্মার্টফোনের ব্রেইন বলা হয়ে থাকে। একটি স্মার্টফোনের প্রসেসর যত শক্তিশালী হবে সেই ফোনটি কাজ করার ক্ষমতাও ততই বেশি এবং ফাস্ট হবে। তাই একটি স্মার্টফোন কেনার আগে সেই স্মার্টফোনটির প্রসেসরের ক্ষমতা বা শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিন।
র্যাম: মোবাইলের স্পিড সম্পূর্ণটাই নির্ভর করে তার র্যামের উপর। স্মার্টফোনের র্যাম যত বেশি হবে তত বেশি ভারী এপ আপনার স্মার্টফোন ওপেন করতে পারবেন যার ফলে ফোনের স্পিড অনেক বেড়ে যাবে। কমপক্ষে ৩ জিবি র্যামের ফোন কেনার চেষ্টা করুন।
ব্যাটারি : সাধারণত একটি সাধারণ মোবাইল ফোনের তুলনায় একটি স্মার্টফোনকে অনেক বেশি কাজ করতে হয় তাই সাধারণ ফোনের তুলনায় স্মার্টফোনের জন্য ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি দরকার হয়। আজকাল ৩০০০ মিলিএম্পিয়ার/আওয়ার (mAh) এর কম মানের ব্যাটারির ফোন না নেয়াই উচিত ।
ক্যামেরা : স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা একটি বড় বিষয়। অনেকেই ছবি তুলতে বেশি পছন্দ করেন। তাদের জন্য সর্বনিম্ন ৮ মেগা পিক্সেল ক্যামেরার ফোন কেনার চেষ্টা করুন।