বছর প্রায় শেষের দিকে। এ বছর অনেক কিছুই আলোচনায় এসেছে যেগুলো সম্পর্কে জানতে পরবর্তীতে গুগলেও সার্চ করেছেন ব্যবহারকারীরা। এসব সার্চের সব পরিসংখ্যানই রয়েছে গুগলের হাতে।
এ বছর ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেছেন তার একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এতে দেখা যায়- রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেম অব থ্রোনস, রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১- এসব বিষয় ব্যবহারকারীরা গুগলে অনেক বেশি সার্চ করেছেন। ক্যাটাগরি হিসেবে ভাগ করে সার্চের কয়েকটি তালিকা প্রকাশ করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, হাউ টু ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে- হাউ টু ওয়াচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এই তালিকায় আরও রয়েছে হাউ টু ওয়াচ গেম অব থ্রোনস এবং হাউ টু ফ্লস ডান্স।
হোয়াট ইজ ক্যাটাগরিতে শীর্ষে আছে- হোয়াট ইজ এরিয়া ৫১। তালিকায় এর পরেই আছে যথাক্রমে হোয়াট ইজ দ্য ব্যাকস্টপ এবং হোয়াট ইজ ডি-ডে। সেলিব্রেটি ক্যাটাগরিতে সার্চ তালিকায় শীর্ষে আছে ক্যাটলিন জেনার। এর পর আছেন যথাক্রমে জেমস চার্লস ও প্রিন্স অ্যান্ড্রো।
তবে গুগল সার্চে সম্মিলিত তালিকার শীর্ষে আছে রাগবি ওয়ার্ল্ড কাপ। এরপর তালিকায় আছে যথাক্রমে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং গেম অব থ্রোনস।
iPhone SE Price Drop: ১৪ হাজার টাকায় iPhone SE, কোথায়? কীভাবে? জানুন 3 years ago