নিয়মিত নতুন ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপকে আরও ভালো করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক। সহজেই মেসেজিং ও কল করা ছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার পৌঁছে গিয়েছে। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ডার্ক মোড যোগ হয়েছে। এছাড়াও জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে মার্কিন কোম্পানিটি। এক নজরে সেই ফিচারগুলি দেখে নিন।
ডার্ক মোড
প্রায় এক বছর অপেক্ষার পর অবশেষে অ্যানড্রয়েড ও আইওএস-এ হোয়াটসঅ্যাপে ডার্ক মোড পৌঁছেছে। আপাতত বিটা টেস্টাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন। শীঘ্রই স্টেবল ভার্সানে এই ফিচার পৌঁছতে পারে।
অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার কথা চলছে। প্রায় বছর খানেক আগে বিটা ভার্সানে এই ফিচার যোগ হলেও এখনও এখনও স্টেবল ভার্সানে ডার্ক মোড আসেনি। তবে নিয়মিত বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে নতুন ফিচার যোগ হচ্ছে। ডার্ক মোড ছাড়াও সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।
প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামে যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ইন্সটল করা যাবে। অথবা এপিকেমিররের মতো থার্ড পার্টি স্টোর থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ব্যবহার করা যাবে।
অ্যানিমেটেড স্টিকার
এছাড়াও শীঘ্রই হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে অ্যানিমেটেড স্টিকার। লেটেস্ট বিটা আপডেটে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছেছে। ইতিমধ্যেই টেলিগ্রাম ও অন্যান্য জনপ্রিয় মেসেজিং অ্যাপে এই ফিচার রয়েছে। স্টিকার ট্যাব থেকে অ্যানিমেটেড স্টিকার ব্যবহার করা যাবে।
সেলফ ডিস্ট্রাকটিং মেসেজ
বিটা ভার্সানে আরও একটা নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। এর ফলে কোন গোপন তথ্য পাঠাতে এই ফিচার ব্যবহার করা যাবে। মেসেজ পাঠানোরত নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে। আশা করা হচ্ছে শীঘ্রই স্টেবেল ভার্সানেও পৌঁছে যাবে নতুন ফিচারটি।
তথ্যসূত্র: Gizbot