রিং নামে স্বনিয়ন্ত্রিত একটি উড়ন্ত ক্যামেরা অবমুক্ত করেছে অ্যামাজন। একইসেঙ্গ একটি অনলাইন গেম স্ট্রিমিং সার্ভিস এবং একটি ভয়েস-অ্যাক্টিভেটেড স্ক্রিন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। লুনা নামের ক্লাউড ভিত্তিক গেম সেবাটিতে গেম খেলতে কম্পিউটার বা সুনির্দিষ্ট গেমিং ডিভাইস কিনতে হবে না।
বৃহস্পতিবার ভার্চুয়াল হার্ডওয়্যার ইভেন্টি ডিভাইসগুলো উন্মোচন করা হয়।
অ্যামাজনের স্মার্ট হোম সিকিউরিটি ডিভিশন থেকে প্রকাশ করা সিকিউরিটি ড্রোনটি বাড়ির অভ্যন্তরের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে নিজে থেকেই উড়ে গিয়ে ফুটেজ সংগ্রহ করবে। ব্যক্তিগত নিরাপত্তা ইস্যুতে এটি যখন প্রয়োজন থাকবে না তখন ডকে অবস্থান করবে এবং ক্যামেরাটা বন্ধ থাকবে। তবে অপ্রত্যাশিত ভাবে কেউ যদি দরজা খুলে ভেতরে প্রবেশ করে তবে ফের সচল হবে এবং ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবে কর্তার ফোনে।