অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এক্সবক্স রিমোট প্লে চালুর মাত্র কয়েকদিন পরেই আইওএস ডিভাইসে সেবাটি চালুর পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। দ্য ভার্জের টম ওয়ারেন ইতিমধ্যেই নতুন এক্সবক্স অ্যাপের বেটা সংস্করণ দেখেছেন বলে খবরে প্রকাশ করেছেন।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, এটি এক্সবক্স ওয়ান কিংবা পরবর্তী গেমিং কনসোলগুলো সংযুক্ত করবে এবং ব্যবহারকারীর সিস্টেমে যে গেম বিদ্যমান আছে সেটি খেলার সুযোগ করে দেবে।
এখন থেকে পরিস্কার যে, এটি মাইক্রোসফটের এক্সক্লাইড সেবা থেকে ভিন্ন। সনি তাদের রিমোট প্লে অ্যাপের মাধ্যমে যে কাজটি করছে ঠিক একই কাজ করবে মাইক্রোসফটের এক্সবক্স রিমোট প্লে।
ওয়ারেন জানিয়েছেন, নতুন আইওএস এক্সবক্স অ্যাপ খুবই সাবলিল মনে হয়েছে। শিগগিরই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে চালু হবে বলে তিনি প্রত্যাশা করছেন। এ বিষয়ে অবশ্য মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।