- Advertisement -
- Advertisement -
দেখে নিন Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর

দেখে নিন Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর

- Advertisement -

আমরা কিছু দিন আগে টিপস্টার @OnLeaks এর সঙ্গে হাত মিলিয়ে গুগলের আপকামিং Google Pixel 4a 5G এর এক্সক্লুসিভ CAD-বেসড রেন্ডার পেশ করেছিলাম। আগামী Google Pixel 4a 5G এর 5K রেন্ডারের সঙ্গে এর ডিজাইনের জন্য আমরা 360 ডিগ্রি ভিডিও জারি করেছিলাম, যা দেখে মনে করা হয়েছিল ফোনটি অনেকাংশে নন-5জি পিক্সেল 4এ ও পিক্সেল 5 এর মতো দেখতে। আবার কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল আগামী 30 সেপ্টেম্বর আয়োজিত একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে Google Pixel 4a 5G ফোনটি লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগেই অনলাইনে ফোনটির স্পেসিফিকেশন লিক হয়ে গেছে।

জানিয়ে রাখি নতুন Google ফোনটি আগেই লঞ্চ করা Pixel 4a এর 5G ভেরিয়েন্ট হবে। কিন্তু নেক্সট জেনারেশন গুগল পিক্সেল ফ্ল‍্যাগশিপ ফোনের থেকে আলাদা ভাবে Google Pixel 4a 5G এর ডিজাইন পলি কার্বনেটের সঙ্গে পেশ করা হতে পারে।

স্পেসিফিকেশন

WinFuture এর রিপোর্ট অনুযায়ী Google Pixel 4a 5G ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6 2 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ডিসপ্লে 413 পিপিআই পিক্সেল ডেনসিটি ও এইচডিআর সাপোর্টেড হ‌ওয়ার পাশাপাশি কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড করা থাকবে। এছাড়া Google Pixel 4a 5G কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে, প্রসঙ্গত পিক্সেল 5 এর ক্ষেত্রেও এই চিপসেট দেখা গেছে। Google Pixel 4a 5G তে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে।

ফোটোগ্রাফির জন্য Google Pixel 4a 5G তে অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশনযুক্ত এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12.2 মেগাপিক্সেলের Sony IMX355 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 107 ডিগ্রি ফিল্ড অফ ভিউ (FOV) দিতে সক্ষম 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।দেখে নিন Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর

শোনা গেছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,885 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে Google Pixel 4a 5G তে পিক্সেল 5 এর মতো ওয়ারলেস চার্জিং ও রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে না।

কানেক্টিভিটি অপশন হিসেবে Google Pixel 4a 5G ফোনটিতে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 802.11ac, ব্লুটুথ ভি5.0, জিপিএস/এ-জিপিএস, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। তবে এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক থাকবে না। এছাড়া  Google Pixel 4a 5G তে স্টেরিও স্পীকার দেওয়া হতে পারে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up