যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিচার বিভাগ উইচ্যাটকে নিষিদ্ধ করার জন্য ফেডারেজ বিচারককে অনুমতি দিতে অনুরোধ জানিয়েছে। চীনভিত্তিক মেসেজিং প্লাটফর্মটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এই অনুরোধ জানানো হয়েছে।
রবিবার বিচারক লওরেল বেল কর্তৃক অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে ইউচ্যাট ডাউনলোড বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশকে সাময়িকভাবে স্থগিত করার পরই বিচার বিভাগ থেকে এই অনুরোধ এসেছে।
যদি অনুরোধটি গৃহীত হয় তাহলে যুক্তরাষ্ট্র উইচ্যাটকে নিষিদ্ধ করতে পারবে। এর আগে গত আগস্টে উইচ্যাটের একটি ব্যবহারকারী গ্রুপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এবং সেটি বিরুদ্ধে মামলা করে। তারই পরিপ্রেক্ষিতে রবিবার বেল আদেশটিকে সাময়িকভাবে স্থগিত করেন।
আগামী ১ অক্টোবরের মধ্যে অনুরোধটির বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা জানানো হয়েছে। এ বিষয়ে টেনসেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।