মূলত চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সঙ্কটের কারণে এই সঙ্কট এবং মূল্য স্ফিতি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার সঙ্কটের শীর্ষে রয়েছে ল্যাপটপ, পিসি, রাউটার ও মডেম। এই তালিকায় রয়েছে মনিটর, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড,ওয়েবক্যাম এবং হেডফোনের মতো অ্যাক্সেসরিজও।
ডিলার ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমদানিকারক ও পরিবেশকরা পণ্য সরবরাহ করতে না পারায় এই সংকট নভেম্বরের আগে না কাটার শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ উল মুনীর।
- Advertisement -