অবশেষে গুগল ম্যাপসেও যুক্ত হলো ডার্ক মোড সুবিধা। ইতিমধ্যে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সেবাটি পেয়েছেন বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড ১১ ওএস চালিত ডিভাইসে গুগল ম্যাপসের ১০.৫১.১ সংস্করণে এই সুবিধাটি চালু করা হয়েছে। খবর জিএসএম এরিনা।
যেহেতু সার্ভার এন্ড থেকেই ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে, তাই সর্বশেষ সংস্করণের গুগল ম্যাপস থাকলেই সেবাটি পাওয়া যাবে না। ধারাবাহিকভাবে এটি উক্ত সংস্করণের সকলের জন্য উন্মুক্ত হবে।
অ্যাপেয়ারেন্স সেটিং কিংবা ফোনের ইউনিভার্সাল সিস্টেম থিম সেটিংয়ের মাধ্যমে সেবাটি ডার্ক মোড চালু করবে। ইতিমধ্যে গুগলের বিভিন্ন সেবাসহ শীর্ষস্থানীয় অনেক অ্যাপ ডার্ক মোড চালু করেছে। গত বছর থেকেই ফিচারটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।