কারো মৃত্যু কামনা করে কোনো পোস্ট বা ভিডিও প্রকাশ করলে তা মুছে ফেলবে ফেসবুক, টুইটার ও টিকটক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু কামনা করা পোস্ট বা ভিডিও ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট তিনটি।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের খবর, টেক জায়ান্ট তিনটি আলাদাভাবে এমন ঘোষণা দিয়েছে। ফেসবুকের মুখপাত্র জানিয়েছে, ফেসবুকে কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে এসব পোস্ট, ভিডিও ও মন্তব্য সরিয়ে নেওয়া হবে। এমনকি কাউকে ট্যাগ করা হলেও সেই পোস্ট সরিয়ে নেবে ফেসবুক।
এদিকে টুইটার জানিয়েছে, কারো শারীরিক ক্ষতি, অসুখ কিংবা মৃত্যু কামনা করার কোনো বার্তা টুইটারে রাখা হবে না। কেউ এমন টুইট করলে তাঁর অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হতে পারে।
আর টিকটক জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু কামনা করে কোনো ভিডিও পোস্ট করা হলে তা কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী হিসেবে গণ্য করে সরিয়ে ফেলা হবে।