মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনকে রিব্র্যান্ডিং করেছে। আর এর মাধ্যমে সার্চ ইঞ্জিনটি নতুন নামকরণ হয়েছে ‘মাইক্রোসফট বিং’। খবর দ্য ভার্জ।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বিং এর রিব্র্যান্ডিংয়ের বিষয়টি সামনে আনা হয়েছে। যদিও বিং ব্র্যান্ডের সাথে কোম্পানির নাম যুক্ত করার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সফটওয়্যার জায়ান্টটি। এর পরিবর্তে তারা বলেছে, এটি মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ও সেবার সাথে সার্চ অভিজ্ঞতা যুক্ত করতে ইন্টিগ্রেশনের ধারাবাহিকতা।
রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন লোগোও উন্মোচন করা হয়েছে এবং সার্চ ইঞ্জিনের হোমপেজে মাইক্রোসফট বিং লোগো থাকছে। মাইক্রোসফট আগামীতে নতুন লোগোকে সব জায়গায় ব্যবহার করবে কিনা সেটি এখনও জানায়নি।
ডিবিটেক/বিএমটি