ভুল তথ্যে লেবেল জুড়ে দেয়ার কাজটি কিভাবে আরো স্পষ্ট ও সরাসরি হতে পারে তা পরীক্ষা করছে টুইটার। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব সাইট ইনটিগ্রিটি, ইয়োয়েল রুথ।
তার ভাষ্য অনুযায়ী, কিছু মিথ্যা বা বিভ্রান্তিকর টুইটের সাথে সংযুক্ত ছোট নীল বিজ্ঞপ্তি ব্যবহার করতে যাচ্ছে তারা। এই সংকেতটির মাধ্যমে ব্যবহারকারীদের আরো ‘স্পষ্ট’ এবং ‘সরাসরি’ তথ্য প্রদান করার চেষ্টা চলছে।
কিন্তু আগামী চার সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে কোন নতুন সংস্করণ প্রস্তুত করা হবে কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি।
রুথ বলেছেন, টুইটারে নতুন প্রচেষ্টার মধ্যে রয়েছে আরো দৃশ্যমান লালচে-ম্যাজেন্টা রঙ পরীক্ষা করা। আর যারা ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য পোস্ট করে সেসব ব্যবহারকারীদের পতাকা উত্তোলন করা হবে কিনা সে বিষয়ে কাজ করা হচ্ছে।
“একটি অ্যাকাউন্ট থেকে বারবার অপরাধ করা হচ্ছে কিনা অথবা বারবার লেবেল করা হয়েছে কিনা তা দেখা দরকারী হবে, আমরা নিশ্চিতভাবে সেই প্রতিক্রিয়া শুনেছি। তাই আমরা সেখানে বিকল্প নিয়ে চিন্তা করছি,” বলেন রুথ।