- Advertisement -
- Advertisement -
দেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

দেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro: কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

- Advertisement -

স‍্যামসাং গতকাল ভারতে তাদের প্রোডাক্টের লিস্ট বড় করতে নতুন Samsung Galaxy S20 Fan Edition পেশ করেছে যা গত মাসে আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হয়েছিল। ফ্ল‍্যাগশিপ ফিচারযুক্ত এই ফোনটি কোম্পানির ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এই ফোনটি 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও কোয়াড ক‍্যামেরাসহ লঞ্চ করা হয়েছে। স‍্যামসাঙের এই লেটেস্ট স্মার্টফোনটি মার্কেটের OnePlus 8 Pro ফোনটিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ আমরা এই দুটি ফোনের দাম, ডিজাইন ও স্পেসিফিকেশনের তুলনা করে বোঝার চেষ্টা করেছি কোন ফোনটি বেশি শক্তিশালী।

ডিজাইন ও ডিসপ্লে

ডিজাইনের দিক থেকে Samsung Galaxy S20 FE এবং OnePlus 8 Pro ফোনদুটি একদম আলাদা। Samsung Galaxy S20 FE এর ডিজাইন আনেকটা গ‍্যালাক্সি এস20 ও গ‍্যালাক্সি নোট 20 এর মতো দেখতে। Samsung Galaxy S20 FE কোম্পানির পক্ষ থেকে ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেট এবং 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে ভিজুয়াল দিতে সক্ষম। এছাড়া স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে।

দেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

অন‍্যদিকে OnePlus 8 Pro এর ডিসপ্লেতে ওপরের বাঁদিকে পাঞ্চ হোল কাট‌আউট ও ব‍্যাক প‍্যানেলে গ্লাস লেয়ার রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 19.8:9 আসপেক্ট রেশিওযুক্ত 1440 × 3168 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির ফ্লুইড এমোলেড ডিসপ্লে যোগ করেছে যা 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত। এছাড়া এই ফোনের পিক্সেল ডেনসিটি 512 পিপিআই এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড।

হার্ডওয়্যার

Samsung Galaxy S20 FE তে প্রসেসিঙের জন্য 2.73 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়

দেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়েদেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

OnePlus 8 Pro ফোনটি 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। 5জি ব‍্যান্ডে কাজ করার জন্য এতে X55 মোডেম দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক‍্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল ক‍্যামেরা সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়েদেখে নিন Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro:  কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

অন‍্যদিকে OnePlus 8 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর ও একটি অটোফোকাস লেন্স আছে। এই ফোনে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX689 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের‌ই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এতে এফ/2.44 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের তৃতীয় লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের চতুর্থ লেন্স আছে যা টেলিফোটো লেন্স ও কালার ফিল্টারের কাজ করে। এই ফোনটি 3x ও 30x ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে OIS অর্থাৎ অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও কালার ফিল্টারের মতো ফিচারযুক্ত। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ব‍্যাটারী ও অপারেটিং সিস্টেম

Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ওটিজি ও ওয়‍্যারলেস চার্জিং টেকনিকযুক্ত। অন‍্যদিকে OnePlus 8 Pro তে 4,510 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে Warp Charge 30T টেকনিক যোগ করা হয়েছে যা ফোনটিকে মাত্র 30 মিনিটের মধ্যে 1 থেকে 50 শতাংশ চার্জ করতে পারে।

দাম ও সেল

Samsung Galaxy S20 FE ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে আগামী।9 অক্টোবর থেকে ফোনটির প্রিবুকিং শুরু হবে। অন‍্যদিকে OnePlus 8 Pro ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 54,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 59,999 টাকা দামে আমাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাস পার্টনার স্টোরে Glacial Green ও Onyx Black কালার অপশনে সেল করা হয়।

 

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up