শাওমির সাব ব্র্যান্ড হিসেবে বিখ্যাত টেক ব্র্যান্ড পোকো গত জুলাই মাসে ইন্ডিপেনডেন্ট ব্র্যান্ড হওয়ার পর তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসেবে POCO M2 Pro লঞ্চ করেছিল। ভারতে ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল যা এখন 13,999 টাকা প্রাথমিক দামে সেল করা হয়। এই ফোনটির মাধ্যমে বাজেট সেগমেন্টে পা রাখার পর আজ কোম্পানি ভারতে আবার POCO C3 নামের একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। শক্তিশালী ব্যাটারী ও অসাধারণ ক্যামেরাযুক্ত এই ফোনটি কোম্পানি লো বাজেট ক্যাটাগরিতে পেশ করেছে এবং এর দাম শুরু মাত্র 7,499 টাকা।
POCO C3
কোম্পানির পক্ষ থেকে POCO C3 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.53 ইঞ্চির এইচডি+ সিনেমাটিক ডিসপ্লে আছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে বডি পার্ট রয়েছে। স্ক্রিনের ওপর মাঝ বরাবর সেলফি ক্যামেরাসহ ছোট নচ দেওয়া হয়েছে। এই ফোনটি P2i কোটেড করা হয়েছে ফলে ব্যবহারের সময় চোখ সুরক্ষিত রাখার পাশাপাশি জলের ছিটা থেকে ফোনের ক্ষতি হওয়া বাঁচায়।
POCO C3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা মিইউআই 12 এ কাজ করে। এছাড়া এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। ভারতে ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য POCO C3 এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য POCO C3 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
POCO C3 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে ভয়েস ওভার ওয়াইফাই ফিচারযুক্ত। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 3.5 এমএম জ্যাক আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য POCO C3 তে 5,000 এমএএইচের ব্যাটারী খছে।
দাম ও সেল
কোম্পানির পক্ষ থেকে POCO C3 এর বেস ভেরিয়েন্ট 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের সঙ্গে 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এই ফোনটি আগামী 16 অক্টোবর থেকে Arctic Blue, Line Green ও Matte Black কালার ভেরিয়েন্টে ফ্লিপকার্টে সেল করা হবে।