স্যামসাং এম৩১ সিরিজে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি ফোন, এর নাম স্যামসাং গ্যালাক্সি এম৩১ প্রাইম। ফোনটির কিছু স্পেসিফিকেশন এবং ছবি অ্যামাজন ইন্ডিয়ার সাইটে প্রকাশ করা হয়েছে।
ই-কমার্স জায়ান্ট অ্যামোজন তাদের ওয়েবসাইটে একটি প্রোমো পেইজ খুলেছে। এতে গ্যালাক্সি এম৩১ প্রাইম ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। প্রোমো পেইজে ফোনটির নাম গ্যালাক্সি এম প্রাইম উল্লেখ করা হয়েছে। তবে সোর্স কোডে এম৩১ প্রাইম নাম ম্যানশন করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩১ প্রাইমে এক্সিনোস ৯৬১১ প্রসেসরের সাথে ৬ জিবি র্যাম থাকছে। ৬৪ এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি বাজারে আসবে। আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট থাকায় ফোনটির স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
ফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
গ্যালাক্সি এম৩১ প্রাইমে ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে। এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে। ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩১ প্রাইম খুব শীঘ্রই হয়তো ভারতের বাজারে উন্মোচন করা হবে। ফোনটির বিস্তারিত সকল তথ্য জানতে টেকি নাউ সাথে থাকুন।