সম্প্রতি বিশ্বের বিভিন্ন বাজারে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের নতুন স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি এম৪০ মডেলের এই ফোনে ডিসপ্লের উপরের ডিসপ্লের পরিবর্তে থাকছে পাঞ্চ হোল ইনফিনিটি-ও ডিসপ্লে। সাথে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৬ গিগাবাইট র্যাম ও পিছনে ট্রিপল ক্যামেরা।
ফোনটিতে বিশেষ ‘স্ক্রিণ সাউন্ড প্রযুক্তি’ থাকায় ডিসপ্লে ভাইব্রেট করে ফোনের আওয়াজ হবে। ফোনটিতে থাকছে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি।
অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে থাকছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও অ্যাড্রেনো ৬১২ জিপিইউ।
পিছনে থাকছে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে আরও থাকছে ফোরজি এলটিই, ইউএসবি টাইপ সি এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং সুবিধা এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিবিটেক/বিএমটি