ইন্টারনেট ব্যবহার করেন এমন মানুষের জীবনে গুগল এক অবিচ্ছেদ্য অঙ্গ। স্মার্টফোন থেকে কম্পিউটার ব্যবহার করার সময় আমরা নিজেদের অজান্তের একের পর এক গুগল সার্ভিস ব্যবহার করি। আর এই সুযোগেই সাইবার দুষ্কৃতীরা গুগল অ্যাপ ব্যবহার করে ব্যঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা শুরু করেছে। ক্যাসপারস্কাই এর প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ক্যালেন্ডার, ড্রাইভ, ফটোস সহ একাধিক গুগল অ্যাপ ব্যবহার করে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে হ্যাকাররা। এর জন্য এই সাতটি গুগল অ্যাপ ব্যবহৃত হচ্ছে।
১। গুগল ক্যালেন্ডার
গুগল ক্যালেন্ডারে একটি ইভেন্ট তৈরী করছে হ্যাকাররা। সেখানে একটি ওয়্যার ট্রান্সফার করার সময় বেঁধে দেওয়া হচ্ছে। এই ক্যালেন্ডার এন্ট্রি দেখে অনেকেই এই ট্রান্সফার করার চেষ্টা করছেন। এভাবেই খুব সহজে অয়াকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা।
২। গুগল ফটোজ
ক্যাসপারস্কাই জানিয়েছে গুগল ফটোসে হঠাৎ বড় অঙ্কের টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাকাররা। ইমেল এ রিপ্লাই করলে তবেই এই ট্রান্সফার করা যাবে বলে জানাছহে হ্যাকাররা।
৩। গুগল ম্যাপস
বিভিন্ন ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থার কাস্টোমার কেয়ারের নম্বর বদলে নিজেদের নম্বর যোগ করে দিচ্ছে হ্যাকাররা। এর ফলে গ্রাহক ব্যাঙ্কের কাস্টোমার কেয়ারে ফোন না করে হ্যাকারদের ফোন করে নিজের সব তথ্য দিয়ে দিচ্ছেন।
৪। গুগল ড্রাইভ
একাধিক ম্যালওয়্যার গুগল ড্রাইভ এর মাধ্যমে গ্রাহকের কম্পিউটারে প্রবেশ করে। ফলে গুগল ড্রাইভ থেকে যে কোন ফাই ডাউনলোড করার আগে সাবধান।
৫। গুগল স্টোরেজ
ক্যাসপারস্কাই জানিয়েছে কম্পিউটারে ম্যালওয়্যার ঢোকানোর জন্য হ্যাকররা গুগল স্টোরেজ ব্যবহার করছে।
৬। গুগল ফর্ম
বিভিন্ন অজুহাতে গুগল ফর্ম তৈরী করে গ্রাহকের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।
৭। গুগল অ্যানালিটিক্স
বিভিন্ন সংস্থা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করেন। সেই সব সংস্থার তথ্য হাতিয় নিতে এই টুল ব্যবহার করে হ্যাকাররা।
তথ্য সূত্র: Gizbot