যারা গুগল ফটোজ ব্যবহার করেন তারা অনেক কিছুই হয়তোবা প্রত্যাশা করেন। এই ফিচারটি পেলে, এটি ওভাবে পেলে এমন নানা চিন্তাই হয়তোবা করেন তারা। তবে তাদের সেই আশা পূরণ করতে চলেছে গুগল ফটোজ। ব্যবহারকারীদের মতামতেই উপর নির্ভর করে আনা হচ্ছে একাধিক দারুন ফিচার।
সেবাটির প্রোডাক্ট লিড ডেভিড লায়েব ব্যবহারকারীদের কাছে এর ত্রুটি, পারফরমেন্স, ফিচার রিকোয়েস্ট ইত্যাদি জানা ও উত্তর দেয়ার এক পর্যায়ে সামনে কী আসছে সেটি জানিয়েছেন।
প্রথমত আসছে ম্যানুয়াল ফেস ট্যাগিং। বর্তমানে পুরাতন ছবিতে নতুন করে ফেস ট্যাগ করার সুযোগ নেই। এখন চাইলে অ্যাপের ট্যাগিং না হলেও পরবর্তীতে ম্যানুয়ালি ট্যাগিং করা যাবে।
এছাড়া আসছে পেট ফটো শেয়ারিং ও টাইমস্ট্যাম্পস এডিটিং সুবিধা। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই এই সুবিধাগুলো পাবেন। এছাড়া সম্প্রতি আপলোড করা ছবির সার্চ প্যারামিটার, ছবি ব্রাউজ করার সময়েই ডিলিট করা ইত্যাদি সুবিধা আসবে।