এজেন্ট স্মিথ নামের এক কথিত ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের আড়াই কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। সাইবার সিকিউরিটি ফার্ম চেক পয়েন্ট প্রকাশিত নতুন গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরের মাধ্যমে একটি চাইনিজ গ্রুপ বিভিন্ন প্লাটফর্মে তাদের অ্যাপসের প্রচারণা চালাচ্ছে। এগুলোর অধিকাংশ গেম হিসেবে দেখানো হচ্ছে। ব্যবহারকারী ঐ অ্যাপস বা গেম তার মোবাইলে ইনস্টল করলে সেটি বিভিন্ন অ্যাক্সেস নিয়ে নিচ্ছে।
ম্যালওয়্যারটি স্মার্টফোনে জনপ্রিয় অ্যাপসগুলো যেমন হোয়াটসঅ্যাপ, অপেরা ব্রাউজার কপি করতে সক্ষম। এরপর এটি তার নিজস্ব ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করে এবং প্রকৃত অ্যাপকে ম্যালওয়্যারসমৃদ্ধ অ্যাপ দিয়ে রিপ্লেস করে। গুগল অ্যাপস যেভাবে আপডেট হয় তার কোনো ত্রুটি বের করে হ্যাকাররা এটি করছে বলে জানানো হয়েছে।
এজেন্ট স্মিথ প্রকৃত অ্যাপের সকল পারমিশন হাইজ্যাক করতে পারে এবং ফোনে অযাচিত বিজ্ঞাপন দেখায়। ম্যালওয়্যারসমৃদ্ধ অ্যাপটি ঠিকভাবে কাজ করায় ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারে না। তবে এটি ব্যাংকিং, শপিং কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
আরবি, হিন্দি, ইন্দোনেশিয়ান আর রাশিয়ান ভাষায় চলা ফোনে এই ম্যালওয়্যার বেশি দেখা গিয়েছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই ম্যালওয়্যার সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।