- Advertisement -
- Advertisement -
মাত্র 99 টাকায় এক্সচেঞ্জ অফার

মাত্র 99 টাকায় এক্সচেঞ্জ অফার

- Advertisement -

গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল Realme C2। এই ফোনটি এতদিন ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলে পাওয়া যেত। তবে এই লো বাজেট ফোনটি আজ থেকে ওপেন সেলে উপলব্ধ হবে। এর অর্থ হলো এবার থেকে যে কেউ যেকোনো সময়ে Realme C2 কিনতে পারবে।

এই ফোনে আপনি পাবেন 4,000mAh ব্যাটারি ও ফেস আনলক ফিচার। সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা ও 2/3 জিবি র‌্যাম দেওয়া হয়েছে। এই ফোনটির সাথে আপনি নো কস্ট EMI, বিভিন্ন ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার পাবেন। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি 99 টাকায় কিনতে পারবেন।

এই ফোনের 2 জিবি র‌্যাম এবং 16 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5999 টাকা আবার 3 জিবি র‌্যাম এবং 32 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7999 টাকা। এই ফোনটি নো কস্ট ইএমআই এর সাথে 1,000 টাকা প্রতিমাসে দিয়ে কিনতে পারবেন। এছাড়াও Axis ব্যাংক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা 5% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দ্বারা EMI-র মাধ্যমে ফোনটি কিনলে 5% ছাড় পাবে। এই ফোনের সাথে 5,900 টাকা এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ আপনি যদি পুরো এক্সচেঞ্জ অফারের টাকা পেয়ে যান তবে 99 টাকায় ফোনটি কিনতে পারবেন।

Realme C2 স্পেসিফিকেশন :

ডুয়াল সিমের এই ফোনে 6.1 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার রেজল্যুশন 720×1560 পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 প্রটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন মিডিয়াটেক Helio P22 প্রসেসর ও 2/3 জিবি র‌্যাম এবং 16 ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রথমটি f/2.2 অ্যাপারচারের সাথে 13 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি f/2.2 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে f/2.2 অ্যাপারচারের সাথে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এছাড়াও এই ফোনে আছে 4,000mAh ব্যাটারি ও ফেস আনলক ফিচার।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up