বিগত কয়েক মাস ধরে নোকিয়া মোবাইল ফোনের জগতে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে। কিছু সময় ধরে নতুন ও অ্যাডভান্স টেকনিকযুক্ত স্মার্টফোন লঞ্চের পর এবার নোকিয়ার মালিক কোম্পানি এইচএমডি গ্লোবাল দুটি নতুন 4জি ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানির এই ফিচার ফোন Nokia 215 এবং Nokia 225 নামে আপাতত চীনের মার্কেটে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনদুটি লঞ্চের পর সরাসরি মার্কেটে জিওফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।
Nokia 4G ফিচার ফোন
Nokia 215 এবং Nokia 225 4জি ফিচার ফোনদুটি কীপ্যাড মোবাইল ফোন এবং এতে টি9 নিউমেরিক কীপ্যাড দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 320 × 240 পিক্সেল রেজলিউশনযুক্ত 2.4 ইঞ্চির QVGA LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনের ঠিক ওপরে স্পীকার এবং নিচে কীপ্যাড অবস্থিত। দুটি ফোনেরই বডি পলিকার্বনেট দিয়ে তৈরি।
Nokia 215 4G এবং Nokia 225 4G ফোনদুটিতে ফিচার অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে যা 1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক প্রসেসরে রান করে। কোম্পানি এই ফোনদুটি 4জি ভোএলটিই কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে ফলে এতে 4জি স্পীডে ইন্টারনেট ব্রাউজিংয়ের পাশাপাশি এইচডি ভোএলটিই ভয়েস কল পর্যন্ত উপভোগ করা যায়।
ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি Nokia 225 4G তে VGA ক্যামেরা যোগ করেছে। তবে নোকিয়া 215 4জিতে কোনো ফোটোগ্ৰাফির সুবিধা পাওয়া যাবে না। উভয় ফোনে 64 এমবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনদুটির স্টোরেজ 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
কোম্পানি তাদের Nokia 215 4G এবং Nokia 225 4G ফোনদুটিতে MP3 প্লেয়ার ও FM Radio উপভোগ করার জন্য 3.5 এমএম অডিও জ্যাক দিয়েছে। এছাড়া ব্লুটুথ ও মাইক্রোইউএসবি পোর্টের সঙ্গে এই ফোনদুটিতে GSM/GPRS 900/1800, LTE-1 CAT-1 এবং 10Mbps DL / 5Mbps UL এর মতো ফিচার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা 4জি নেটওয়ার্কের কানেক্টিভিটি দুর্বল হলে ফোনদুটি 4জি থেকে নেমে 2জিতে পর্যন্ত কাজ করতে পারবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই 4জি ফিচার ফোনদুটিতে 1,200 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে যা ব্যাক প্যানেল সরিয়ে রিমুভ করা যায়। এই ফোনদুটির ডায়মেনশন 124.74 × 51.02 × 13.71 এমএম ও ওজন 91 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে Nokia 215 4G ফোনটি Black ও Green কালার ভেরিয়েন্টে এবং Nokia 225 4G ফোনটি Black, Blue ও Gold কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।