- Advertisement -
- Advertisement -
Oppo Reno 2 দুর্দান্ত ক‍্যামেরা রিভিউ এবং স্পেসিফিকেশন

Oppo Reno 2 দুর্দান্ত ক‍্যামেরা রিভিউ এবং স্পেসিফিকেশন

- Advertisement -

Oppo Reno 2 সিরিজে কোম্পানি কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করবে যা 20X Zoom সাপোর্ট করবে। গত সপ্তাহে জানা গেছিল Oppo Reno 2 সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে যা যথাক্রমে Oppo Reno 2, Reno 2Z এবং Reno 2F নামে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে এই তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশন‌ও জানা গেছে। ফোনটি লঞ্চের আগে Oppo India স্বয়ং Oppo Reno 2 এর স্পেসিফিকেশন অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে।

Oppo Reno 2
Oppo India প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে Reno 2 স্মার্টফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে Oppo Reno 2 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হবে যার স্ক্রিন টু বডি রেশিও হবে 93.1 শতাংশ। Oppo Reno 2 তে ফুল স্ক্রিন বর্ডার লেস 6.55 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি ডিসপ্লে রেজলিউশন সম্পর্কে কোনো তথ্য দেয়নি তবে স্পষ্ট জানিয়ে দিয়েছে Oppo Reno 2 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 3.0 টেকনিক দেওয়া হবে।

কোম্পানি বলেছে যে Oppo Reno 2 এ কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দেওয়া হবে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেল 3ডি কার্ভড গ্লাস দিয়ে তৈরি করা হবে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড হবে। Oppo এর তথ্য অনুযায়ী রেনো সিরিজের এই আগামী স্মার্টফোন 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে এবং এটি 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। কোম্পানি জানিয়ে দিয়েছে যে Oppo Reno 2 তে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হবে।

Oppo এর কথা অনুযায়ী Reno 2 তে VOOC Flash Charge 3.0 টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা ইউএসবি টাইপ সি কেবলের সঙ্গে সুপার ফাস্ট চার্জ করা যাবে। কোম্পানি জানিয়েছে ভারতীয় বাজারে এই ফোনটি অশিয়ান ব্লু ও অ্যালুমিনায়াম ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

দুর্দান্ত ক‍্যামেরা
Oppo গত সপ্তাহে ফোন লঞ্চের মিডিয়া ইনভাইট পাঠানোর সময় আরও বলেছে যে Oppo Reno 2 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপে প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের হবে। Oppo Reno 2 স্মার্টফোনের রেয়ার ক‍্যামেরা 5x Hybrid Zoom এর সঙ্গে 20x Digital Zoom টেকনিক যুক্ত করে বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি বলেছে যে এই স্মার্টফোনে আল্ট্রা ডার্ক মোড দেওয়া হবে যা কম আলো এবং রাতের সময়‌ও অসাধারণ ফোটো ক্লিক করতে সক্ষম। এর সঙ্গেই Oppo Reno 2 এর ক‍্যামেরা “অ্যাকশন লেবেল” টেকনিকসহ কাজ করবে যার ফলে আল্ট্রা স্টেডি শটস‌ও কোনো সমস্যা ছাড়াই ক‍্যাপচার করা সম্ভব।

Oppo Reno 2 এর দাম কত হবে এবং এই সিরিজে লঞ্চ হতে চলা Reno 2Z এবং Reno 2F এর সঠিক স্পেসিফিকেশনের জন্য 28 আগস্টের অপেক্ষা করা হচ্ছে।

Oppo Reno 2 স্পেসিফিকেশন:

NETWORK Technology GSM / CDMA / HSPA / EVDO / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
CDMA 800 & TD-SCDMA
3G bands HSDPA 800 / 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100
CDMA2000 1xEV-DO
4G bands LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 12(700), 13(700), 17(700), 18(800), 19(800), 20(800), 26(850), 28(700), 34(2000), 38(2600), 39(1900), 40(2300), 41(2500)
Speed HSPA, LTE-A
LAUNCH Announced Exp. announcement 2019, August 28
Status Rumored
BODY Dimensions 160 x 74.3 x 9.5 mm (6.30 x 2.93 x 0.37 in)
Weight 189 g (6.67 oz)
SIM Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type AMOLED capacitive touchscreen, 16M colors
Size 6.43 inches, 99.8 cm2 (~84.0% screen-to-body ratio)
Resolution 1080 x 2400 pixels, 20:9 ratio (~409 ppi density)
PLATFORM OS Android 9.0 (Pie); ColorOS 6
Chipset Qualcomm Snapdragon 700 Series
CPU Octa-core
MEMORY Card slot microSD, up to 256 GB (uses shared SIM slot)
Internal 128GB 8GB RAM
MAIN CAMERA Quad 48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
Periscope 13 MP, f/3.0, 130mm (telephoto), 5x optical zoom, PDAF, Laser AF
8 MP, f/2.2, 16mm (ultrawide)
2 MP, depth sensor
Features Dual-LED flash, HDR, panorama
Video 2160p@30fps, 1080p@30fps, gyro-EIS; video rec. only with main camera
SELFIE CAMERA Single Motorized pop-up 16 MP, f/2.0, 26mm (wide)
Features LED flash, HDR
Video 1080p@30fps
SOUND Loudspeaker Yes
3.5mm jack No
Active noise cancellation with dedicated mic
COMMS WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth 5.0, A2DP, LE
GPS Yes, with A-GPS, GLONASS, BDS
Radio FM radio
USB Type-C 1.0 reversible connector, USB On-The-Go
FEATURES Sensors Fingerprint (under display), accelerometer, gyro, proximity, compass
BATTERY Non-removable Li-Po 3915 mAh battery
Charging Fast battery charging 20W (VOOC Flash Charge)
MISC Colors Ocean Green (Fog Sea Green), Jet Black (Extreme Night Black)
Models PCKM70, PCKT00

 

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up