- Advertisement -
- Advertisement -
- Advertisement -

অপ্পো রেনো ৪ পরিবারে যুক্ত হলো নতুন আরেক সদস্য, এর নাম অপ্পো রেনো ৪ এসই। ফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০ প্রসেসর, ৫জি প্রযুক্তি, ট্রিপল ক্যামেরা এবং ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

অপ্পো রেনো ৪ এসই স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ

ফোনটিতে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.২%। এর ডিসপ্লে ব্রাইটনেস ৪৩০ নিটস। এতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

চিপসেটঃ

ফোনটিতে ২.০ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে মালি-জি৫৭ এমসি৩ জিপিইউ রয়েছে।

স্টোরেজঃ

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
এতে মেমরি কার্ড স্লট নেই।

ক্যামেরাঃ

অপ্পো রেনো ৪ এসই পেছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (এফ/১.৭) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৪কে রেজুলেশনে ভিডিও করা যাবে।

সেলফি তোলার জন্য রয়েছে ৩২ (এফ/২.৪) মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা। এটি দিয়ে সর্বোচ্চ ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি ও ওএসঃ

এতে ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং কালার ওএস ৭.২ রয়েছে।

অন্যান্যঃ

এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়া হেডফোন জ্যাক রয়েছে।

রঙ ও দামঃ

ফোনটি বাজারে কালো, সাদা এবং নীল রঙে পাওয়া যাবে।

Oppo Reno 4 SE Price in Bangladesh
৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৪৯৯ ইউয়ান (৩১,২৪০ টাকা)
৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৭৯৯ ইউয়ান (৩৪,৯৯০ টাকা)

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up