- Advertisement -
- Advertisement -
দেশের প্রথম 64MP ক্যামেরার স্মার্টফোন Realme XT দাম ও ফিচার

দেশের প্রথম 64MP ক্যামেরার স্মার্টফোন Realme XT দাম ও ফিচার

- Advertisement -

শুক্রবার ভারতে লঞ্চ হল Realme XT। এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।

Realme XT এর দাম:

Realme XT ফোনের দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM + 64GB স্টোরেজে Realme XT এর দাম 16,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ সহ Realme XT কিনতে 18,999 টাকা খরচ হবে। 16 সেপ্টেম্বর শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme XT। কয়েক দিনের মধ্যেই অফলাইন স্টোর থেকেও এই ফোন বিক্রি শুরু করবে Realme।

Realme XT স্পেসিফিকেশন:

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

 

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up