Nokia গত মাসে তাদের ভারতীয় ফ্যানদের কথা মাথায় রেখে এদেশে দুটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতে Nokia 4.2 ও Nokia 3.2 লঞ্চ করা হয়েছিল। ওয়াটারড্রপ নচের সঙ্গে তৈরি এই ফোনদুটি অত্যন্ত স্টাইলিশ লুকের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোম্পানি লো বাজেট সেগমেন্টে পেশ করেছিল। ফোনদুটি লঞ্চের পর একমাস সময়ও পার হয়নি অথচ কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য Nokia 4.2 ও Nokia 3.2 এর দাম কমিয়ে দিয়েছে।
Nokia 4.2 ফোনটি কোম্পানির পক্ষ থেকে একটি ভেরিয়েন্টে পেশ করা হলেও Nokia 3.2 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানি এখন এই দুটি সস্তা স্মার্টফোনেই 500 টাকার ছাড় দিচ্ছে। Nokia 4.2 ফোনটিতে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি 10,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন এই বিশেষ অফারে Nokia 4.2 ফোনটি 10,490 টাকার বিনিময়ে কেনা যাবে।
Nokia 3.2 এর 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবং ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,790 টাকা দামে সেল করা হয়। কোম্পানির নতুন অফারে Nokia 3.2 এর 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,490 টাকা ও 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,290 টাকা দামে সেল করা হবে।
অফার
কোম্পানি তাদের Nokia 4.2 ও Nokia 3.2 ফোনদুটিতে যে ছাড় ঘোষণা করেছে তা শুধু সীমিত সময়ের জন্য কার্যকর। এই অফারটির ভ্যালিডিটি 30 জুন। 30 জুনের আগে নোকিয়ার এই ফোনদুটি কিনলে সরাসরি 500 টাকার ছাড় পাওয়া যাবে। এই অফারটি উপভোগ করতে হলে Nokia 3.2 ও Nokia 4.2 ফোনদুটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে হবে। প্রসঙ্গত ফ্লিপকার্টে Nokia 3.2 এর 3 জিবি র্যাম ভেরিয়েন্ট 9,499 টাকা দামে বেচা হচ্ছে। তবে এখানে ফোনটির 2 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 8,990 টাকা।
Nokia 4.2
কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5.71 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 720 × 1520 পিক্সেল। এই ফোনের স্ক্রিনের আসপেক্ট রেশিও 19:9। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এতে 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Nokia 4.2 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।
Nokia 3.2
এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Nokia 3.2 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। Nokia 3.2 এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে এতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।