- Advertisement -
- Advertisement -
Text Message Scams: সাবধান! ফোন টেক্সট স্ক্যাম নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, ডিলিট করা উচিত ম্যালওয়ার

Text Message Scams: সাবধান! ফোন টেক্সট স্ক্যাম নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, ডিলিট করা উচিত ম্যালওয়ার

- Advertisement -

Text Message Scams: বর্তমানে অ্যাপলের (Apple) আইফোন (iPhone) ছাড়া, বেশিরভাগ স্মার্টফোন গুগল (Google) অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। গুগলের প্লে স্টোর (Google Play Store) থেকে নিজেদের ফোনে ইনস্টল করা যায় বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ। অ্যাপলের আইফোনে ইনস্টল করা যায় না থার্ড পার্টি অ্যাপ। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনে সেফটি এবং সিকিউরিটির একটি সমস্যা থেকেই গিয়েছে। এর ফলে সাইবার অ্যাটাকের জন্য পছন্দের টার্গেট হল অ্যান্ড্রয়েড ফোন। ব্রাজিলিয়ান রিমোট অ্যাকসেস টুল অর্থাৎ ব্রাটা (BRATA) সম্প্রতি রিপোর্ট করে জানিয়েছে যে গুগলের প্লে স্টোরের বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়ার এবং ফিশিং স্ক্যাম। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়ারের মাধ্যমে করা হচ্ছে ফোন টেক্সট স্ক্যাম।

বর্তমানে সাইবার ক্রিমিনালরা জালিয়াতির এই নতুন উপায় অবলম্বন করা শুরু করেছে, যা ফোন টেক্সট স্ক্যাম নামে পরিচিত। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের ফোনে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। সেই সকল মেসেজে বিভিন্ন ধরনের লিঙ্ক সেন্ড পাঠানো হচ্ছে। ব্যাঙ্কের নাম করে, অফিসের নাম করে, বিভিন্ন ধরনের অফারের নাম করে মেসজের মাধ্যমে পাঠানো হচ্ছে সেই সকল লিঙ্ক। সাইবার ক্রিমিনালদের ফাঁদে পা দিয়ে সেই সকল লিঙ্কে একবার ক্লিক করলেই, মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এছাড়াও ফোনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাইবার ক্রিমিনালরা মেডুসা ম্যালওয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতি করে চলেছে। এর ফলে এই ধরনের ম্যালওয়ার থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন বিপদ হল এই মেডুসা ম্যালওয়ার। এর মাধ্যমে সঙ্ঘটিত করা হচ্ছে ফেক ডিএইচএল (DHL) স্ক্যাম।

মেডুসা ম্যালওয়ার থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় –

এই বিপদজনক মেডুসা ম্যালওয়ার থেকে বাঁচার জন্য একটি কথা সবসময় মনে রাখা দরকার যে, কোনও ধরনের অজানা সোর্স এবং থার্ড পার্টি অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করা যাবে না। কোনও ধরনের অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করার আগে, পুরোপুরি সেটা ভেরিফাই করে নেওয়া প্রয়োজন। ডাউনলোড করার আগে সবার প্রথমেই দেখে নেওয়া দরকার যে সেই অ্যাপ আসল না নকল। এর জন্য অ্যাপ ডাউনলোড করার আগে সেটি ভাল করে ভেরিফাই করে নিতে হবে এবং অবশ্যই দেখে নেওয়া দরকার তার রিভিউ। এছাড়াও লোভে পড়ে বিভিন্ন ধরনের ফেক মেসেজের ফাঁদে পা দেওয়া উচিত নয়।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up