গতকাল ভারতে লঞ্চ হয়েছে শাওমির এন্ট্রি লেভেল স্মার্টফোন রেডমি ৮ এ । তবে এই ফোনটি লঞ্চের সময় শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন আরেকটি ফোন তার হাতে ধরেছিলো। যে ফোনটিকে কোম্পানি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করবে বলে অনুমান। মনু জানিয়েছেন এই ফোনটি হলো Redmi 8 ।
যদিও তিনি নতুন ফোন সম্পর্কে কিছুই জানাননি, তবে হাতে ধরা অবস্থায় এর পিছনে ডুয়েল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। প্রসঙ্গত শাওমি চীনের বেইজিংয়ে ১ অক্টোবর একটি ইভেন্টের আয়োজন করেছে, মনে করা হচ্ছে এখানেই রেডমি ৮ লঞ্চ করা হবে।
এই ফোনটির কিছু ফিচার কিছুদিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়। যেখান থেকে জানা যায় রেডমি ৮ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসবে। এর সাথে কোম্পানি Redmi 8 Pro ও লঞ্চ করতে পারে। ফাঁস হওয়া তথ্য যদি সত্যি হয়, তবে এটি হবে শাওমির প্রথম ফোন যেখানে ১০,০০০ টাকার কমে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও Redmi 8 ডট নচ ও বেজেল লেস সহ আসবে।
এছাড়াও এই ফোনে ২ গিগাহার্টজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। রেডমি ৮ অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড এমআইইউআই কাস্টম ওএসের সাথে আসবে। ফোনটির বাকি ফিচার জানতে টেকগাপ ডট কম ফলো করুন।